thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর

২০২১ সেপ্টেম্বর ০২ ২০:০৯:০০
স্থগিত থাকা ইউপি ও পৌর ভোট ২০ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থগিত থাকা প্রথম ধাপের ১৬৭ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট হবে ২০ সেপ্টেম্বর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সচিব বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সর্বশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এ সময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। এরমধ্যে রয়েছে- খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি ও ৯টি পৌরসভা।

তিনি আরও বলেন, প্রার্থী মারা যাওয়ায় পাঁচটি ইউপি ও সেন্টমার্টিন ইউপির ভোট পরে হবে। তবে ৯ পৌরসভা ও ১১ ইউপিতে ইভিএম এ ভোট হবে।

কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.(দ্য রিপোর্ট/আরজেড/০২ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর