thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টেনিস থেকে বিরতিতে যাচ্ছেন ওসাকা

২০২১ সেপ্টেম্বর ০৫ ০৯:২৪:১৩
টেনিস থেকে বিরতিতে যাচ্ছেন ওসাকা

দ্য রিপোর্ট ডেস্ক: শিরোপা জেতার লক্ষ্য নিয়ে ইউএস ওপেনের পথচলা শুরু করেছিলেন নাওমি ওসাকা। খেলছিলেনও দারুণ। কিন্তু তৃতীয় রাউন্ডেই ছন্দ হারালেন। এরপরই জাপানের এ তারকা জানিয়েছেন, আপাতত টেনিস থেকে বিরতিতে যাচ্ছি।

শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালের ম্যাচে সরাসরি সেটে জয়ের পথেই ছিলেন ওসাকা। তবে তার ভুলের সুযোগ কাজে লাগিয়ে চমক দেখান কানাডার টিনএজার লায়লা ফার্নান্দেজ। জিতে যান ৫-৭, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে।

পরে সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সি ওসাকা জানান, আপাতত কিছুদিন তাকে দেখা যাবে না টেনিস কোর্টে, ‘মনে হচ্ছে এমন একটা অবস্থায় আছি, যেখানে আমি আসলে কী করতে চাই, সেটাই বের করার চেষ্টা করছি। আমি সত্যিই জানি না, কখন আবার পরের টেনিস ম্যাচটা খেলব। মনে হচ্ছে, আমি কিছু দিনের জন্য খেলাটি থেকে বিরতি নিতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে…জিতলেও আমি সেই আনন্দটা অনুভব করি না। অনেকটা স্বস্তি পাওয়ার মতো অনুভূতি হয়। আবার হারলে খুব খারাপ লাগে। আমার মনে হয় না এটা স্বাভাবিক।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর