thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সংসদ অধিবেশন ১০ দিন মুলতবি

২০২১ সেপ্টেম্বর ০৫ ০৯:৩৫:৪০
সংসদ অধিবেশন ১০ দিন মুলতবি

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান জাতীয় সংসদের ১৪তম অধিবেশন ১০ দিনের জন্য মুলতবি করা হয়েছে। এ অধিবেশন শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর। চলার কথা ছিল চার কার্যদিবস।

কিন্তু বর্তমান সংসদের দুইজন এমপি মারা যাওয়ায় সংসদের কার্যক্রম স্থগিত করে মুলতবি করা হয়।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে যাচ্ছেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে। সব মিলেয়ে দীর্ঘ এই মুলতবি। অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে তাই শুক্রবারও বিকেলে অধিবেশন চলেছিল।

পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৪ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এসব কারণে ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি করা হয়।

অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী মুলতুবি করা হয় সংসদ অধিবেশন। পরদিন সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতুবি করা হয়।

এদিকে রবিবার আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার ভিয়েনাতে যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এজন্য সংসদের এতো দীর্ঘ বিরতি। তার সফর সঙ্গী হিসেবে বেশ কয়েকজন এমপি এবং সংসদের একজন কর্মকর্তাও রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর