thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অ্যালেনকে ফেরালেন মোস্তাফিজ

২০২১ সেপ্টেম্বর ০৫ ১৬:৫৭:০২
অ্যালেনকে ফেরালেন মোস্তাফিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়। তৃতীয় ম্যাচে খেলতে নেমে শুরুতেই ঝড়ের আভাস দেন কিউই ওপেনার ফিন অ্যালেন। প্রথম ওভারে মেহেদী হাসানকে হাঁকান দুই চার। ৯ বলে ১৫ রান করা অ্যালেনকে বেশিদূর যেতে দেননি মোস্তাফিজুর রহমান। তার স্লোয়ার বুঝতে না পেরে তুলে দেন মাহমুদউল্লাহর হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ ওভারে ১৬/১।

প্রথম দুই ম্যাচের পর উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু তা হচ্ছে না; তৃতীয় ম্যাচেও উইকেটের পেছনে দাঁড়াচ্ছেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচের পর বিরতির দিন হওয়া অপশনাল অনুশীলন ও আজ ম্যাচ শুরুর আগে গ্লাভস হাতে অনুশীলনেও দেখা যায়নি মুশফিককে। তখনই আঁচ পাওয়া যায় মুশফিককে হয়তো উইকেটের পেছনে দেখা যাবে না। শেষ পর্যন্ত তাই হলো। প্রথম দুই ম্যাচ সোহান ও দ্বিতীয় দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন বলে জানিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর