thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

‘সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার পদ সৃজন করা হয়েছে’

২০২১ সেপ্টেম্বর ০৭ ১৪:৫১:০৫
‘সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার পদ সৃজন করা হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ মাসে সরকারি চাকরিতে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃজন করা হয়েছে। আর নিয়োগের জন্য ৭ হাজার ৯৪৮টি পদে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার রাইট ম্যান রাইট প্লেস নীতি নিয়ে কাজ করছে। এর মাধ্যমে দক্ষ, সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়ন করা হচ্ছে। এতে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।’

ফরহাদ হোসেন বলেন, ‘সরকার জনবান্ধব জনপ্রতিনিধি গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে, সরকার এটা বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘সরকার কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতাও নিশ্চিত করেছে। অপরাধ করে কেউ ছাড় পাচ্ছেন না। অপরাধ বা আইন ভঙ্গ করলে দোষী প্রমাণিত হলে শাস্তি দেওয়া হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারির কারণে সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) আবেদন করার বয়সসীমা যাদের শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, তাদের জন্য ২১ মাস ছাড় দিয়েছে সরকার।’

করোনা মহামারির কারণে সরকারি চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে না পারা সরকারের সব প্রতিষ্ঠানকে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর