thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

স্বতন্ত্র লিঙ্গ পরিচয় পাচ্ছে হিজড়ারা

২০১৩ নভেম্বর ১১ ১৭:৩১:০২
স্বতন্ত্র লিঙ্গ পরিচয় পাচ্ছে হিজড়ারা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : স্বতন্ত্র লিঙ্গ পরিচয় পাচ্ছে হিজড়ারা। এজন্য বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা বৈঠকে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশে প্রায় ১০ হাজার হিজড়া সম্প্রদায় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে তারা শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এই জনগোষ্ঠীর জন্য বিভিন্ন পদক্ষেপ নিলেও বিভিন্ন জরিপে তাদের লিঙ্গ চিহ্নিত করা যাচ্ছিল না। এই সিদ্ধান্তের ফলে জরিপের সময় নারী-পুরুষের পাশাপাশি লিঙ্গ পরিচয় হিসেবে ‘হিজড়া’ও উল্লেখ থাকবে। এছাড়া পাসপোর্ট ফরমে বা পাসপোর্টে হিজড়া হিসেবে চিহ্নিত করা যাবে।

চিকিৎসাবিজ্ঞানে ক্রমোজম ত্রুটির কারণে হিজড়াদের যৌন প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করা হয়েছে। ইংরেজীতেও হিজড়া শব্দটি হিজড়া হিসেবেই লিখতে হবে। এর কোন ইংরেজি শব্দ দিয়ে ‘হিজড়া’ বুঝানো সম্ভব নয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এসবি/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর