thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

দেশে টিকা নিবন্ধনের সংখ্যা প্রায় ৪ কোটি

২০২১ সেপ্টেম্বর ০৮ ১৮:২৫:০৩
দেশে টিকা নিবন্ধনের সংখ্যা প্রায় ৪ কোটি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার আগ্রাহ প্রকাশ করে নিবন্ধন করেছেন প্রায় ৪ কোটি মানুষ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ২৪ হাজার ৫৩৮ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৩১ হাজার ৭০৩ জনসহ মোট ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন নিবন্ধন সম্পন্ন করেন।

নিবন্ধনকারীদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত মোট টিকা গ্রহণ করেছেন ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন। প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলার জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) টিকাদানের মাধ্যমে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। শুরুর দিকে দেশে কেবল কোভিশিল্ডের টিকা দেওয়া হলেও পরবর্তীতে আরও তিন ধরনের যথা- ফাইজার, মর্ডানা ও সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হয়।

এদিকে, ৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে নিয়মিত ও গণটিকা কর্মসূচির আওতায় সারাদেশে টিকা নিয়েছেন আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর