thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই টুরিস্ট ভিসা: ভারতীয় হাইকমিশনার

২০২১ সেপ্টেম্বর ০৮ ১৯:৩৪:৩৫
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই টুরিস্ট ভিসা: ভারতীয় হাইকমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, গত চার মাসে দুই দেশে বাণিজ্য বেড়েছে। রেলপথে আমদানি-রপ্তানি বেড়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে সড়ক, রেল ও নৌপথ উন্নত করা হচ্ছে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে নিজ দেশ ভারত গমনকালে নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় টুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের টুরিস্ট ভিসা বন্ধ আছে। ফ্যামিলি ভিজিট, ব্যবসা, চিকিৎসাসহ অনেক ভিসা চালু আছে। বিমান যোগাযোগ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে টুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।

ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। আশা করছি চুক্তি মতো বাংলাদেশকে ভ্যাকসিন দেয়া যাবে। তবে কখন দেয়া যাবে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প সম্পর্কে বিক্রম দোরাইস্বামী বলেন, রেললাইন নির্মাণ কাজের গতি কোভিডের কারণেই কম। তবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সড়ক পথে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের আসামে যান। এ সময় স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান- আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদসহ দুই দেশের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর