thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

১৮ বছর পর শ্রাবন্তীর ঘরে নতুন সদস্য

২০২১ সেপ্টেম্বর ১১ ০৯:৩৪:১১
১৮ বছর পর শ্রাবন্তীর ঘরে নতুন সদস্য

দ্য রিপোর্ট ডেস্ক: প্রায় ১৮ বছর পর কলাকাতার নায়িকা শ্রাবন্তীর ঘরে এলো নতুন সদস্য। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন শ্রাবন্তী। শুক্রবার বিকেলে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সদ্যজাতের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী।

তিনি লেখেন, ‘ছেলে হয়েছে…তোর জন্য খুব খুশি দিদি….অনেক ভালোবাসা’।

জানা গেছে, শ্রাবন্তীর বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায় মা হয়েছেন। গত মাসেই মাসি হতে চলার খবর ফাঁস করছিলেন শ্রাবন্তী, আর গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই স্মিতার কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান।

শ্রাবন্তীরা দুই বোন, ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু স্মিতা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর বোন, দুলাভাইও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। শপথ’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর