thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

‘রাষ্ট্রীয় সুবিধা নেয়া অবৈধ’

২০১৩ নভেম্বর ১১ ১৭:৫২:০৬
‘রাষ্ট্রীয় সুবিধা নেয়া অবৈধ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেছেন, মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেয়ার পর রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেয়া অসাংবিধানিক ও অবৈধ।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সোমবার দুপুর ২ টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেয়ার পর থেকেই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নেয়া অবৈধ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের ৫৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি কোনো মন্ত্রী রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।’

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘পদত্যাগপত্র জমা দেওয়ার পর কোনো মন্ত্রীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন না। কারণ সাংবিধানিকভাবে তারা এখন আর মন্ত্রী না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এমকে আনোয়ারসহ পাঁচ নেতাকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার সম্পূর্ণ অবৈধ বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সমিতির সহ-সভাপতি ওয়ালিউর রহমান খান, মো. শাহাজাদা, রফিকুল ইসলাম তালুকদার রাজা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, খালেদা পান্না, কামরুল ইসলাম সজল ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, প্রমুখ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/এআইপি/এইচএস/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর