thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা র‍্যাঙ্কিংয়ে নাসুম-মোস্তাফিজ

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৬:৪৮:৫৯
শীর্ষস্থান হারালেন সাকিব, সেরা র‍্যাঙ্কিংয়ে নাসুম-মোস্তাফিজ

দ্য রিপোর্ট ডেস্ক: তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন সাকিব আল হাসান। লম্বা সময় ধরে এক নম্বরে থাকা আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবীকে পেছনে ফেলেন টাইগার অল-রাউন্ডার।

তবে মাস না পেরুতেই আবারও শীর্ষত্ব হারিয়েছেন সেই নবীর কাছেই। বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার শেষ দুই টি-টোয়েন্টি, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ ও আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের পর পারফরম্যান্স বিবেচনায় বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

সাকিব গত সপ্তাহের র‍্যাঙ্কিংয়েও এক নম্বরেই ছিলেন। তবে কিউইদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে ব্যর্থ হওয়ায় ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে আবারও দুইয়ে নেমে গেছেন সাকিব।

সাকিব শীর্ষত্ব হাতালেও উন্নতি হয়েছে নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানেরও। বোলার র‍্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে নাসুম এসেছেন ১৫তম স্থানে। এছাড়া ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। যা দুইজনেরই ক্যারিয়ার সেরা র্যা ঙ্কিং।

দশ নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান এসেছেন ৮ নম্বরে, মাহমুদউল্লাহ রিয়াদ অল-রাউন্ডারে ১০ নম্বরে এসেছেন।

টি-টোয়েন্টিতে ১ নম্বর ব্যাটসম্যান হিসেবে দাউইদ মালান শীর্ষে। বোলারদের তালিকায় পেছনে ফেলা যায়নি তাবারিজ শামসিকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর