thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সপরিবারে করোনায় আক্রান্ত মেহেদী মিরাজ

২০২১ সেপ্টেম্বর ১৭ ১০:২০:৫৭
সপরিবারে করোনায় আক্রান্ত মেহেদী মিরাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। আইসোলেশনে থাকায় মিরাজ খেলতে পারছেন না এইচপি দলের বিপক্ষের সিরিজটি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বর্তমানে অবস্থা ভালো হলেও সপরিবারে আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

নান্নু বলেন, ‘ও (মিরাজ) গত চারদিন আগে করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে অবস্থা ভালো। পুরো পরিবার ওর করোনা আক্রান্ত হয়েছে।’

বৃহস্পতিবার থেকে মাঠে গড়িয়েছে ‘এ’ দল এবং এইচপি দলের দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচের সিরিজটি। ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল মিরাজের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর