thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেট্রোরেলের মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তার ৫

২০২১ সেপ্টেম্বর ১৭ ১০:৩৮:২৮
মেট্রোরেলের মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তার ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৪০০ কেজি বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন, মো. রবিন, মো. হাসমত, দুলাল হোসেন ও দেলোয়ার। এসময় তাদের কাছ থেকে মেট্রোরেলের প্রজেক্টের বিভিন্ন কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা মালামালগুলো অন্যত্র বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিল। পরে গোপন সংবাদে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর