thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তায়কোয়ানডো প্রশিক্ষণ

২০১৩ নভেম্বর ১১ ১৮:০০:৪১
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তায়কোয়ানডো প্রশিক্ষণ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষামূলক কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডোর উপর প্রশিক্ষণ ও সেমিনার ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে সোমবার কলেজ ক্যাম্পাসে সমাপ্ত হয়েছে।

আত্মরক্ষার কৌশল অর্জন ও মানসিক গুণাবলি বিকাশের উদ্দেশ্যে এ খেলাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলার জন্য গত ২৯ অক্টোবর থেকে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন।

সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মুশফিকুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন। এছাড়াও অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কর্নেল মো. আসাদুজ্জামান সুবহানী ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর