thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কেকেআরের অনুশীলনে সাকিব

২০২১ সেপ্টেম্বর ১৯ ১২:৫৫:২৬
কেকেআরের অনুশীলনে সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক: কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হতেই কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নেমে পড়েছেন সাকিব আল হাসান।

গত রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। দুবাইয়ে পা রাখতেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাকে পাঁচ দিন। তা শেষ হয়েছে আজ। এরপরই অনুশীলনে চলে এসেছেন তিনি।

অনুশীলনে ফিরতেই সাকিবকে বরণ করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পোস্টও করে দিয়েছে কেকেআর।

আইপিএলের চলতি আসরে সময়টা অবশ্য ভালো কাটেনি সাকিবের। সুযোগ পেয়েছেন মোটে তিন ম্যাচে, উইকেট নিয়েছেন দুটো, আর রান করেছেন মোটে ৩৮। সে ভাগ্য যে বদলাতে চাইবেন বাকি অংশে, এটা বলাই বাহুল্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর