thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাপের বাড়ি যাওয়ার পথে বাসে সন্তান প্রসব

২০২১ সেপ্টেম্বর ২১ ১৮:২৯:৫০
বাপের বাড়ি যাওয়ার পথে বাসে সন্তান প্রসব

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসে ত্রিশোর্ধ্ব এক নারী সন্তান প্রসব করেছেন। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিলাক্স পরিবহনের বাসটি। গাড়িতে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর প্রসব বেদনা উঠলে গাড়িটি পটিয়া উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে রোগীর শারীরিক অবস্থা ভালো না থাকায় গাড়িতেই বাচ্চা প্রসব করানো হয়।

বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র।

অন্তঃসত্ত্বা এই নারীর বাড়ি ময়মনসিংহে। ঢাকার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা স্বামীর সঙ্গে থাকতেন তিনি। স্বামী পেশায় রিকশাচালক। সোমবার ওই নারী ঢাকা থেকে কক্সবাজারের চকরিয়ায় বাপের বাড়ি যাচ্ছিলেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, হাসপাতালের চিকিৎসক ও মিডওয়াইফদের সহযোগিতায় অন্তঃসত্ত্বা নারীর প্রসব সম্পন্ন করা হয়।

তিনি আরো বলেন, এই মা ও শিশুকে বাঁচানোর পেছনে সবার সহযোগিতা ছিল। শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয়, গাড়িতে থাকা চালক, যাত্রীরাও ধন্যবাদ পাওয়ার যোগ্য।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর