thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

প্রবীণ সাংবাদিক গোলাপ মুনীরের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

২০২১ সেপ্টেম্বর ১৮ ২৩:৪৫:১১

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক নয়া দিগন্তের সহকারী সম্পাদক গোলাপ মুনীর আর নেই। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাদ আছর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ সাংবাদিক গোলাপ মুনীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এক শোক বার্তায় বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত
পরিবারের প্রতি সমবেদনা জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর