thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

২০২১ সেপ্টেম্বর ২৩ ১৭:১৫:৪৭
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: মহামারি করোনা সংক্রমণের কারণে মাঝে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করছে সরকার। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির (মাধ্যমিক) ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ সেপ্টেম্বর) মাউশির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।

এর আগে গত ২০ মার্চ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরইমধ্যে ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, করোনা মহামারির সময়েও শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে অ্যাসাইনমেন্ট পদ্ধতি গ্রহণ করে সরকার। এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর