thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইভানার মৃত্যু: স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ

২০২১ সেপ্টেম্বর ২৬ ০৮:১৩:২৫
ইভানার মৃত্যু: স্বামীসহ দুইজনের বিরুদ্ধে মামলা নিলো পুলিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর পরীবাগে ইংরেজি মাধ্যম স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর (৩২) মৃত্যুর ঘটনায় মামলা নিয়েছে শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইভানার বাবা এ এস এম আমান উল্লাহ চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন, যার নম্বর-৪১।

ইভানার বাবা আমান উল্লাহ চৌধুরী বলেন, গতকাল (শুক্রবার) শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছিলাম। আজ রাতে সেই অভিযোগ মামলা আকারে নথিভুক্ত করেছে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি।

ইভানার স্বামী আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান ও ইমপালস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মুজিবুল হক মোল্লাকে আসামি করে মামলা করেন ইভানার বাবা।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহবাগ থানার নবাব হাবিবুল্লাহ রোডে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেছনে) দুই ভবনের মাঝখান থেকে ইভানা লায়লা চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর