thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মমেকে করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ২৬ ১১:৪৫:০২
মমেকে করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

আজ (রবিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। বর্তমানে আইসিইউতে ১১ জনসহ মোট ১১২ জন করোনা রোগী ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ‌্যান্টিজেন টেস্টে ৩১৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর