thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

করোনায় ২৫ মৃত্যু, শনাক্তের হার আরও কমেছে

২০২১ সেপ্টেম্বর ২৭ ১৮:৪০:২৮
করোনায় ২৫ মৃত্যু, শনাক্তের হার আরও কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ২১২ জনের শরীরে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় শনাক্তের হার কমে ৪.৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৩৯ জন। আর শনাক্তের মোট সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ২০২ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৭৮৭টি।

মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১২ জন নারী।

গত কয়েক দিন ধরে শনাক্তের হার ক্রমান্বয়ে কমছে। গতকাল ২৬ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৪.৪১, ২৫ সেপ্টেম্বর ৪.৫৪ এবং ২৪ সেপ্টেম্বর ছিল ৪.৬১ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর