thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হয়েছে সাড়ে ৬৭ লাখ টিকা

২০২১ সেপ্টেম্বর ২৯ ১৩:৫৪:৪১
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেওয়া হয়েছে সাড়ে ৬৭ লাখ টিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে রাজধানীসহ সারাদেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন। আর ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। আর নারী ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন রয়েছেন। অপরদিকে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৭১ হাজার ১৯৭ জন ও নারী ৬২ হাজার ৬৭২ জন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৫ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ ক্যাম্পেইন এবং নিয়মিত টিকাসহ মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে টিকা দেওয়া হয়। এ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ জন।

তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর