thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৬ রবিউল আউয়াল 1446

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরসা জড়িত: হাবিবুল্লাহ

২০২১ সেপ্টেম্বর ৩০ ১২:৪৪:০১
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আরসা জড়িত: হাবিবুল্লাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহর ময়নাতদন্ত চলছে।

পরিবারের দাবি, মুহিবুল্লাহ হত্যায় অপর একটি রোহিঙ্গা সংগঠন আরসা জড়িত। সাধারণ রোহিঙ্গাদের মাঝে মুহিবুল্লাহর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এর আগে গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পের এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মুহিবুল্লাহ। এসময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। হাসপাতালে নেওয়ার পর সেখানেই মারা যান তিনি।

মরদেহ ময়নাতদন্ত শেষে কুতুপালং ক্যাম্পে নেওয়ার কথা রয়েছে। সেখানে জানাযার পর দাফন করা হবে।

মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন ও উখিয়া থানা পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর