thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মৌনি রায়ের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

২০২১ অক্টোবর ০১ ১৪:৪২:০৭
মৌনি রায়ের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা মৌনি রায় বিয়ে করছেন। এ খবর শোনা যাচ্ছে গত বছর থেকেই। জানা গিয়েছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই নাকি মালা বদল করবেন এ বাঙালি সুন্দরী। তবে ঠিক কবে নাগাদ বিয়ে হবে, এবং পাত্র কে, এসব জানা যায়নি।

এবার সেসব তথ্য প্রকাশ্যে আনলেন মৌনির ভাই বিদ্যুৎ রায়। তিনি সংবাদমাধ্যকে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতেই হবে মৌনির বিয়ে। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। তিনি দুবাই প্রবাসী।

একাধিক স্থানে মৌনির বিয়ের আয়োজন হবে। প্রথমে ইতালি কিংবা দুবাইয়ের কোনো বিলাসবহুল রিসোর্টে বিয়ে করবেন তারা। এরপর মৌনির ইচ্ছা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোচবিহারে নিজের এলাকায়ও একটি আয়োজন রাখা হচ্ছে।

জানা গেছে, মৌনির হবু স্বামী সুরজ নাম্বিয়ার বেঙ্গালুরুর একটি জৈন পরিবারের সন্তান। তিনি দুবাইয়ে ব্যবসা করেন। এ বছরের শুরুর দিকে অভিনেত্রী নেহা ধুপিয়ার বাড়িতেই নাকি মৌনি ও সুরজের মধ্যে বিয়ের কথা পাকাপাকি হয়েছিল।

উল্লেখ্য, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন তিনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন।

তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে। বলিউডে মৌনির যাত্রা শুরু ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। যেখানে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও মৌনি রায়ের অবস্থান উল্লেখযোগ্য।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর