thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি রচিত ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন

২০২১ অক্টোবর ০১ ১৯:৫২:১৩
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি রচিত ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি রচিত ২টি গ্রন্থের মোড়ক উন্মোচিত হল আজ ১ অক্টোবর শুক্রবার বিকেলে। ঢাকার মোহাম্মপুরে অবস্থিত সিবিসিবি সেন্টার মিলনায়তনে মোড়ক উন্মোচনের অনুষ্ঠান আয়োজিত হয়।

“খ্রিষ্টমন্ডলী ও পালকীয় কর্মকান্ড” বিষয়ে দুইটি বই দুইটি প্রকাশিত হল যার প্রথম টি চট্টগ্রাম ও রাজশাহী ডাইয়োসিস এবং দ্বিতীয় টি ঢাকা আর্চডাইয়োসিসের ধর্মপাল থাকাকালীন সার্বিক অভিজ্ঞতার নির্যাস।

বিশপ বা ধর্মপাল হিসেবে তিনি ১৯৯০ হতে ২০২০ খ্রী: পর্যন্ত পর্যায়ক্রমে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা খ্রিষ্টীয় ধর্মপ্রদেশের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার ফসল এই দুইটি গ্রন্থ। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১
অক্টোবর বরিশালের পাদ্রীশিবপুরে জন্মগ্রহণ করেন কার্ডিনাল প্যাট্রিক। আজ তার ৭৮তম জন্মদিনে বই দুটি প্রকাশিত হল।

সিবিসিবি সেন্টারের পরিচালক ফাদার তুষার গমেজ অনুষ্টানে সবাইকে স্বাগতম জানান। গ্রন্থ ২টির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ফাদার আগষ্টিন বুলবুল রিবেরু। আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন আর্চবিশপ বিজয় এন
ডি’ক্রুজ, ওএমআই। এরপর কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক জেমস গোমেজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজকর্মী ও লেখক সঞ্জীব দ্রং, জাতীয় সংসদের সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া র্ঝণা সরকার, বিশপ
থিওটনিয়াস গমেজ, সিএসসি।

কার্ডিনাল প্যাট্রিক আলোকপাত করেন বই দুইটি রচনার প্রেক্ষাপট, প্রকৃতি, প্রেরণা ও মূল ভাবনা। অনুষ্ঠানের শুরুতে কার্ডিনালের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ও সঙ্গিত পরিবেশিত হয়।

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও স্বাধীন বাংলাদেশের প্রথম অভিষিক্ত যাজক।

দিনটা ছিল ১৯৭২ সালের ৮ জানুয়ারি। ২০১৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো, পোপ ফ্রান্সিস তাঁর সহযোগী হিসেবে কার্ডিনাল মনোনিত করেন প্যাট্রিক ডি’রোজারিও’কে। বিগত এক বছর ধরে তিনি অবসরে রয়েছেন। সর্বশেষ দুইটি গ্রন্থ নিয়ে তাঁর মোট ১৩টি পুস্তিকা ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া অগণিত নিবন্ধ, রচনা বা লেখা দেশ-বিদেশের পত্রিকাসহ নানা ধরনের প্রকাশনায় স্থান করে নিয়েছে। অপ্রকাশিত লেখাগুলো নিয়ে ভবিষ্যতে আরো বই প্রকাশ হতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর