thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ

২০২১ অক্টোবর ০৩ ০৭:১৮:২০
কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ। শনিবার ( ২ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বৈশ্বিক এই টিকাজোট বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। সে হিসেবে ৬ কোটি ৮০ লাখ ডোজের পরিবর্তে কোভ্যাক্স থেকে ১৩ কোটি ৬০ লাখ টিকা পাবে বাংলাদেশ।

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে এ পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে রয়েছে মডার্নার ৫৫ লাখ, সিনোফার্মের ৪০ লাখ, অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ও ফাইজারের ১১ লাখ টিকা।

দরিদ্র দেশগুলোতে টিকাদান নিশ্চিতের বৈশ্বিক জোট গ্যাভি এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ১৯০ কোটি টিকা বিতরণ করতে চায়। আর

সিনোফার্ম ও সিনোভ্যাক মিলিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ ১০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ডোজ করোনার টিকা কিনছে। চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ওই টিকা পাঠাতে চায়। এরই মধ্যে কেনাকাটার চুক্তির বিষয়গুলো চূড়ান্ত হয়ে গেছে। এ মাস থেকে টিকার চালান বাংলাদেশে পাঠানো শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর