thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মাদকের পার্টি থেকে শাহরুখ-পুত্র আরিয়ান আটক

২০২১ অক্টোবর ০৩ ১৪:২৪:০২
মাদকের পার্টি থেকে শাহরুখ-পুত্র আরিয়ান আটক

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের এনসিবির সদস্যরা বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। আটক হওয়া সেই ১০ জনের মধ্যে রয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় এনসিবি। তাদের অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল।

শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। এ সময়ে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম’র মতো প্রচুর টাকার মাদক।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর