thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

দলের একদিন আগেই ওমান গেলেন লিটন

২০২১ অক্টোবর ০৩ ১৪:৪১:৫৬
দলের একদিন আগেই ওমান গেলেন লিটন

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে বাকি বরাবর দুই সপ্তাহ। তার আগে কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশ দল ওমান যাবে রোববার, ৩ অক্টোবর। দল আজ যাবার কথা থাকলেও তার একদিন আগেই ওমান চলে গেছেন লিটন দাস।

জানান গেছে, স্ত্রীকে নিয়ে মাস্কটে চলে গেছে এই টাইগার উইকেট রক্ষক-ব্যাটার। এদিকে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে।

এই দুজনের আইপিএল খেলতে ছাড়পত্র দেয়া হয়েছে ৯ অক্টোবর পর্যন্ত। তাই দুজন দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। রোববার রাত ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে লিটন, সাকিব, মোস্তাফিজ ছাড়া ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ মোট ২১ জনের দল রওয়ানা হবে মাস্কাটের উদ্দেশ্যে।

ওমান যাবার আগে শনিবার দলের সবার করোনা পরীক্ষা করা হলে তাতে নেগেটিভ আসে। তার আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে তিন সপ্তাহের ছুটি কাটান ক্রিকেটাররা। যদিও এর মাঝে নিজের তাগিদে অনুশীলনও করেন অনেকে। যদিও কিউই সিরিজ শেষে দেশের মাটিতে আর অনুশীলন করতে নামেননি লিটন।

সোমবার ওমান পৌঁছে একদিনের কোয়ারেন্টিন করে আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিক অনুশীলনে নামবে টাইগাররা। এরপর ৯ অক্টোবর আমিরাতের উদ্দেশে রওয়ানা করবে দল। সেখানে ১২ তারিখ শ্রীলঙ্কা ও ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর