thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার শাহরুখপুত্র

২০২১ অক্টোবর ০৩ ১৯:২৯:১২
জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার শাহরুখপুত্র

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেপ্তার হয়েছেন। আটকের পর তাকে ১৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে।

শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকেই তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

জিজ্ঞাসাবাদ চলার পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকারও করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেই বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। এ-ও বলেন, এর আগে কখনো এমন কিছু করেননি তিনি।

আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিার রাতের মাদক পার্টিতে ছিলেন এরা প্রত্যেকেই।

এনসিবি সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখ-পুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কোথায় যোগাযোগ রাখতেন। জানা গিয়েছে, এরইমধ্যে নামী উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনো মুখ খোলেননি খান পরিবারের কোনো সদস্যই।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর