thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ফোনের কথোপকথন ফাঁস শাহরুখ পুত্রের, থাকতে হবে এনসিবির হেফাজতে

২০২১ অক্টোবর ০৪ ১৪:১০:৪০
ফোনের কথোপকথন ফাঁস শাহরুখ পুত্রের, থাকতে হবে এনসিবির হেফাজতে

দ্য ‍রিপোর্ট ডেস্ক: শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সাথে আরবাজ শেঠ মার্চান্টের ফোনালাপ ফাঁস হয়েছে। আরিয়ান এবং আরবাজের মোবাইলের কথোপকথনে শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। ধারনা করা হচ্ছে আরিয়ানকে মাদকের জোগান দিতেন তিনি। সোমবারই গ্রেফতার করা হতে পারে তাকেও।

ফলে শাহরুখ-পুত্রকে আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যদিও আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে না রাখার কথা জানিয়েছির এনসিবি।

মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা রয়েছে তাদের। আরিয়ানের সঙ্গে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন তাঁরাও।

সোমবার (০৪ অক্টোবর) আরিয়ানকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন জানাবেন শাহরুখ-পুত্রের আইনজীবী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর