thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘একটা দল কীভাবে জিতবে, নেতৃত্ব কোথায়?’

২০২১ অক্টোবর ০৪ ১৮:৩০:৫১
‘একটা দল কীভাবে জিতবে, নেতৃত্ব কোথায়?’

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা দল কীভাবে জিতবে, নেতৃত্ব কোথায়? একজন এতিমের অর্থ আত্মসাৎকারী এবং অন্যজন ২০০৪ সালের গ্রেনেড হামলার পলাতক আসামী।

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও দলের নেতারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির এক নেতা এতিমের অর্থ আত্মাসৎকারী। আরেক নেতা একুশে আগস্ট গ্রেনেড হামলা, ১০ ট্রাক অস্ত্র মামলাসহ নানান মামলায় সাজাপ্রাপ্ত। এরপরও জনগণ কিসের আশায়, কোন ভরসায় তাদের ভোট দেবে?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জাতির পিতার শাসনামল, আমার শাসনামল এবং বিএনপিসহ অন্যদের শাসনামলের তুলনা করেন। তাহলেই তো আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবেন।’

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো তাদের প্রশ্ন নেই। অবৈধভাবে এজেন্সিগুলোকে এখন আর ব্যবহার করা হয় না।

২০০১ সালের নির্বাচনের পর বিএনপির তাণ্ডবের কথা উল্লেখ্য করে তিনি বলেন, বিএনপি ২০০১ সালের পর গ্রেনেড হামলাসহ বিভিন্ন তাণ্ডব চালায়।

বিএনপির দুই মেয়াদের শাসনামল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার মেয়াদের তুলনামূলক বর্ণনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এরপরও কারা, কেন, কোন সুখে বিএনপিকে ভোট দেবে? কী কারণে অন্যদের ভোট দেবে?’

এ নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। মোবাইল দিয়েছি। ইন্টারনেট দিয়েছি। আমরা এগিয়ে যাচ্ছিলাম। করোনার কারণে কিছুটা থমকে গেছি। তবে থেমে যায়নি। জরুরি সবকিছু যতটা সম্ভব চালু রাখার ব্যবস্থা করেছি। এরপরও কেন অন্যদের ভোট দেবে?’

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আপনারাই বলেন জনগণ কেন তাদের ভোট দিবে?

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর