thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

৩ দিনের রিমান্ডে শাহরুখের ছেলে আরিয়ান

২০২১ অক্টোবর ০৫ ১৩:০১:২১
৩ দিনের রিমান্ডে শাহরুখের ছেলে আরিয়ান

দ্য ‍রিপোর্ট ডেস্ক: মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন বাতিল করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে।

এনডিটিভি জানায়, সোমবার মুম্বাইয়ের একটি আদালত এই আদেশ দিয়েছেন। মাদক–কাণ্ডের অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট, আর মুনমুন ধামেচাকেও ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখা হবে।

কিলা কোর্টে আরিয়ান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরো আট অভিযুক্তকে হাজির করা হয়েছিল।

আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতকে জানান, আরিয়ানের কাছে কোনো প্রকার মাদকদ্রব্য ছিল না। মাদক–কাণ্ডের সঙ্গে আরিয়ানের কোনো প্রকার সংযোগও নেই। তাকে ওই প্রমোদতরিতে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জানা যায়, আরিয়ানের মোবাইল ফোন পরীক্ষা করে বিশেষ কোড ওয়ার্ড, মাদকের ছবি, বেশ কিছু চ্যাট উদ্ধার করেছে এনসিবি। এই তারকা পুত্রের সঙ্গে মাদক সরবরাহকারীদের যোগাযোগ আছে বলে দাবি করছে এনসিবি।

আর তাই এনসিবি আরিয়ানসহ বাকি অভিযুক্তদের ১১ অক্টোবর পর্যন্ত রিমান্ড বাড়ানোর আবেদন করেছিল। এনসিবি মাদক সংশ্লিষ্ট বিশেষ কোড ওয়ার্ড খোলাসা করতে রিমান্ড বাড়ানোর দাবি করেছে।

এনসিবি কর্মকর্তা সমীর বানখেড়ে আদালতকে জানিয়েছেন যে তদন্তের স্বার্থে আরিয়ানসহ বাকি অভিযুক্তদের হেফাজতে নেওয়া জরুরি।

গত শনিবার রাতে আরিয়ানকে মুম্বইয়ের কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আটক করে এনসিবি। রবিবার সকাল থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর