thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজ বাতিল করলেন শাহরুখ

২০২১ অক্টোবর ০৭ ১৪:১০:৫১
অজয়ের সঙ্গে বিজ্ঞাপনের কাজ বাতিল করলেন শাহরুখ

দ্য ‍রিপোর্ট ডেস্ক: কথা রাখলেন না শাহরুখ খান। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শ্যুটিং। তার জন্য প্রস্তুত ছিল সেট। সহ-অভিনেতা অজয় দেবগণও পৌঁছে গিয়েছিলেন সকাল সকাল। কিন্তু কয়েক ঘণ্টা পর কিং খান জানালেন, তিনি কাজে যেতে পারবেন না। বুধবার এমনই কাণ্ড ঘটালেন বলি তারকা।

বলিপাড়া সূত্রের বক্তব্য, শাহরুখের জন্য ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন সেটে। বুধবার ভোর থেকে তার ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেখানে। বিকেল ৩টে নাগাদ শ্যুট বাতিল করলেন শাহরুখ। সূত্রের কথায়, ‘‘শাহরুখের সঙ্গে অজয় দেবগণের অভিনয় করার কথা ছিল। তিনি সকালেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়ে তাঁর অংশগুলি শ্যুট করা হয়েছে।’’

গত রোববার (৩ অক্টোবর) মাদক-কাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ-পূত্র আরিয়ান খান। শুনানির জন্য বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হবে তাঁকে। সোমবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার ফের এই আবেদন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর