thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

টিকা প্রদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সপ্তম

২০২১ অক্টোবর ০৭ ১৫:৪৫:১৯
টিকা প্রদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সপ্তম

দ্য রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গত দুই মাসে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রমে ভালো অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশ এক্ষেত্রে এখনো বেশ পিছিয়ে আছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে লাল-সবুজের অবস্থান সাত নম্বরে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘মোড় পরিবর্তন: ডিজিটাইজেশন ও সেবানির্ভর উন্নয়ন’ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

জানা যায়, গত মাস (সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশে প্রতি ১০০ জনের মধ্যে ১৪ জন কমপক্ষে একডোজ টিকা পেয়েছেন। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের ৬০ শতাংশ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। ভারতে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১৫ শতাংশ মানুষ।

প্রতিবেদনটিতে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরো চাঙা হতে পারে। তবে তা নির্ভর করছে মূলত টিকা দেওয়ার গতির ওপর।

বিশ্বব্যাংকের ইঙ্গিত, করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি আবার উচ্চ প্রবৃদ্ধির দিকে যাচ্ছে। চলতি অর্থবছরে (২০২১-২২) মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির ধারণা, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থবছরে (২০২২-২৩) আরো বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে।

চলতি অর্থবছরের জাতীয় বাজেটে সরকার জিডিপিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর