thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

হরতালের ২য় দিনে ১০ জনের কারাদণ্ড

২০১৩ নভেম্বর ১১ ১৮:৩২:৪২
হরতালের ২য় দিনে ১০ জনের কারাদণ্ড

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সোমবারে ১০ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

তাদেরকে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন লাগানো এবং পিকেটিং এর দায়ে কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ। পরে তাদের মধ্যে ১০ জনকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

এ বিষয়ে ডিসি মিডিয়া আবু ইফসুফ জানান, সকাল থেকে অভিযানটি শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এ সময় তাদেরকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মূলত তাদেরকে হরতালের নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাদণ্ড দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।

(দিরিপোর্ট২৪/ডি/এসবি/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর