thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১১ রমজান 1446

তুরাগে ট্রলারডুবির ঘটনায় ৩ মরদেহ উদ্ধার

২০২১ অক্টোবর ০৯ ১৪:৪৫:২৩
তুরাগে ট্রলারডুবির ঘটনায় ৩ মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর অদূরে আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪ জন।

এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ৩ টি ডুবুরি দল কাজ করছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

লিমা খানম আরও বলেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর