thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ক্যানসার জয় করে ফিরলেন অভিনয়ে

২০২১ অক্টোবর ০৯ ১৬:২৫:৪২
ক্যানসার জয় করে ফিরলেন অভিনয়ে

দ্য ‍রিপোর্ট ডেস্ক: এ বছরের এপ্রিল মাসে অভিনেতা অনুপম খের টুইট করে জানান, তার স্ত্রী অভিনেত্রী ও রাজনীতিবিদ কিরণ খেরের ব্লাডে এক ধরনের ক্যানসার ধরা পড়েছে। তাই সম্পূর্ণ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। এ ব্যাপারে নিয়মিত সামাজিকমাধ্যমে আপডেট দিচ্ছিলেন তাদের ছেলে সিকান্দার খের। এবার খুশির সংসাবদ এলো।

সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বর্ষীয়ান এ অভিনেত্রী। কিরণের করা ওই পোস্টে দেখা যাচ্ছে, প্রিন্টেড সালোয়ার স্যুট পরে খোলা ল্যাপটপের সামনে কোনো ব্যাপারে মগ্ন হয়ে বসে রয়েছেন তিনি। ছবিতে করা তার ক্যাপশনের মাধ্যমে জানা গেল, ভিডিও কলের মাধ্যমে বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট অর্থাৎ অক্সিজেন উৎপাদক কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যসভার এ সদস্য।

এদিকে ক্যানসার জয় করে কাজে ফেরার খবরে খুশি তার ভক্তরা। উচ্ছ্বসিত তার স্বামী অনুপম খেরও। ছবির কমেন্ট ক্যাপশনে স্ত্রীর উদ্দেশে লেখা তার ‘ওয়েল ডান’ কমেন্ট মন ছুঁয়েছে দর্শকদেরও।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর