thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শুক্রবার মাঠে গড়াচ্ছে করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট

২০১৩ নভেম্বর ১১ ১৮:৩৬:৩৯

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: এখনো ক্রিকেট জ্বর ছাড়েনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। কাটেনি নিউজিল্যান্ডের বিপক্ষে নিরঙ্কুশ ওয়ানডে সিরিজ জয়ের আবহ। উৎসব-আনন্দ সীমানায় সূর‌্য এখনো মধ্যাকাশে। ঠিক সেই সময়ে আসছে ক্রিকেটের ঘরোয়া উন্মাদনা। শুরু হচ্ছে করপোরেট ক্রিকেট। ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া মাঠে এই আসরের শীর্ষ পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক।

এ উপলক্ষ্যে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দি থ্রি ক্রিকস। সেখানে টুর্নামেন্টের সার সংক্ষেপ্ত উপস্থাপন করেছেন আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলট।

ইসলামী ব্যাংক টাইটেল স্পন্সর হিসেবে থাকলেও কো-স্পন্সর আকিজ সিরামিক। বেভারেজ পার্টনার ক্লেমন। আর টুর্নামেন্টের পার্টনার এবি ব্যাংক, ইস্পাহানি এবং বাংলা লায়ন। মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে গাজী টিভি ও ঢাকা ট্রিবিউন।

টুর্নামেন্টে দেশের প্রথম সারির ১৬টি করপোরেট হাউজ অংশ নিচ্ছে। ফরম্যাট অনুযায়ী দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল গ্রপ পর‌্যায়ে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। এর মধ্যে দুটি দল কোয়াটার ফাইনাল খেলবে। কোয়াটার ফাইনালের বাধা পেরিয়ে ৪টি দল খেলবে সেমিফাইনালে। তারপর ফাইনাল।

সংবাদ সম্মেলনে সাবেক ক্রিকেটার আতহার আলী খান বলেছেন, ‘ইসলামী ব্যাংক টুর্নামেন্টের চ্যাম্পিয়র দলকে ৫ লাখ টাকা প্রাইজমানি দেবে। রানার্সআপ দলও ২ লাখ টাকা পাবে। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে প্রদান করা হবে একটি মোটরসাইকেল।’

বৃহস্পতিবার এ টুর্নামেন্ট উদ্ধোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো হলো- এবি ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, র‌্যাগংস গ্রুপ, গ্রামীন ফোন, উত্তরা ফিন্যান্স, ঢাকা ট্রিবিয়ন, সুভাস্ত ডেভেলপমেন্ট, কম্পিউর সোর্স, একমি, বাংলা লায়ন, নভো কম, রবি, গাজি গ্রুপ, পারটেক্স এবং আকিজ গ্রুপ।

দেশের ক্রিকেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখছে বিভিন্ন প্রতিষ্ঠান। যেসব প্রতিষ্ঠান বিভিন্ন টুর্নামেন্ট ও প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকা করে থাকে। ক্রিকেটকে এগিয়ে নিতে সেই সব মিলেই শুরু করেছে করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর