thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বান্দরবান ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

২০২১ অক্টোবর ১১ ১০:৩৪:১৭
বান্দরবান ঘুরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: বন্ধুদের সঙ্গে বান্দরবানে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মো. ফের‌দৌস সরদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রোয়াংছ‌ড়ির দেবতাকু‌মে এ ঘটনা ঘটে।

মৃত ফের‌দৌস সরদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মহিশারঘোপ-বারইপাড়া এলাকার লোকমান সরদারের ছেলে।

ফের‌দৌস সরদারের বন্ধু ও ভ্রমণের সফরসঙ্গী আরব আলী জানান, আমরা টুরিস্ট গাইড নি‌য়ে আটজ‌নের এক‌টি দল দেবতাকু‌মে বেড়া‌তে যাই। সেখানে যাওয়ার সময় হঠাৎ ফের‌দৌস পা‌নি‌তে প‌ড়ে যায়। সবাই মি‌লে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার ক‌রে রোয়াংছ‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেরদৌসের চাচাতো ভাই বাবুল সরদার বলেন, ফেরদৌস ঢাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। এলাকার কয়েকজন বন্ধুদের সঙ্গে গত শনিবার বান্দরবান এলাকায় ভ্রমণে যান। রবিবার দুপুরে মোবাইলে জানতে পারি পানিতে ডুবে তার মৃত্যু হয়। মরদেহ বর্তমানে রোয়াংছ‌ড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হ‌য়ে‌ছে। পরিবারের পক্ষ থেকে রোয়াংছ‌ড়ি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হয়েছে। সোমবার হেলিকপ্টারে করে মরদেহ আনার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর