thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

উন্মুক্ত দেহে অপু, বিশ্বাস হচ্ছে না ভক্তদের!

২০২১ অক্টোবর ১১ ১০:৩৮:২৬
উন্মুক্ত দেহে অপু, বিশ্বাস হচ্ছে না ভক্তদের!

দ্য ‍রিপোর্ট ডেস্ক: গত দেড় দশকে অপু বিশ্বাসের মতো জনপ্রিয়তা দেশের আর কোনো নায়িকা পাননি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য মা হওয়ার কারণে দীর্ঘ একটা বিরতি নেন।

মাতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে অপু বিশ্বাস এখন আবার নিয়মিত কাজ করছেন। সিনেমায় শুটিংয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও উঁকি দিচ্ছেন নানা রূপে। এবার তাকে দেখা গেল ভীষণ সাহসী অবয়বে।

শনিবার (৯ অক্টোবর) ফেসবুকে তিনটি ছবি আপলোড করেছেন অপু বিশ্বাস। সেখানে তাকে দেখা গেছে একেবারে উন্মুক্ত দেহে। খোঁপা করা চুল, মসৃণ সাজ, উন্মুক্ত পিঠ ও কাঁধ, সেই সঙ্গে মিষ্টি হাসি; একেবারে ভিন্ন অবতারে দেখা দিয়েছেন নায়িকা।

এমন আকর্ষণীয় ও সাহসী রূপে অপু বিশ্বাসকে দেখে বিশ্বাসই করতে পারছে না ভক্তরা।

এদিকে অপু বিশ্বাস বর্তমানে কাজ করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি সিনেমায়। কয়েক দিন আগে সিনেমাটির শুটিং হয়েছিল পাবনার ঈশ্বরদীতে। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভীড় সামলাতে না পেরে অগত্যা পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর