thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বাংলাবাজার-শিমুলিয়ায় ফের ফেরি বন্ধ

২০২১ অক্টোবর ১১ ১৬:০৩:১৭
বাংলাবাজার-শিমুলিয়ায় ফের ফেরি বন্ধ

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: স্রোত বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এর আগে সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েকদিনের তুলনায় স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, যখন ফেরি চালু করা হয়েছিল তখনকার তুলনায় নদীতে স্রোত বেড়েছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। স্রোত কমলে ফেরি আবার চলবে।

টানা ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৫ অক্টোবর ভোর থেকে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ৬ দিন পরই আবার বন্ধ হলো ফেরি চলাচল।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর