thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

২০২১ অক্টোবর ১৩ ১৮:১৭:৩৮
লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

দ্য ‍রিপোর্ট ডেস্ক: সাফ ফুটবলের ফাইনালে খেলতে হলে নেপালকে হারানোর বিকল্প নেই এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমে দুর্দান্ত ফুটবলে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। সুমন রেজার গোলের স্বস্তি নিয়ে মালেতে বিরতিতে গেছে টাইগাররা।

বাঁচা-মরার লড়াইয়ে সাফ ফুটবলে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের বিপক্ষে নামে বাংলাদেশ। ম্যাচের শুরুতে সুমন রেজার গোলে লিড নেয় টাইগাররা।

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিক ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেয় সুমন রেজা।

মতিন মিয়াকে বেঞ্চে বসিয়ে সুমনকে মূল একাদশে রাখেন অস্কার ব্রুজন। সেই ভরসার প্রতিদান দিলেন সুমন। সিনিয়র ফুটবলে অফিসিয়াল ম্যাচে সুমন রেজার প্রথম গোলের স্বস্তি নিয়ে খেলছে বাংলাদেশ।

ম্যাচে লিড নেয়ার রক্ষণ সামলে আরও বেশ কয়েকটা আক্রমণ করেছে বাংলাদেশ। সুমন রেজার আরও একটি শট রুখে দেয় নেপালের গোলকিপার কিরণ কুমার লিম্বু।

নেপালও সমতায় ফেরার সুযোগ পায় ম্যাচে। ডি-বক্সের ভেতরে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় অস্কার ব্রুজনের বাহিনী।

ফাইনালে খেলতে এই ম্যাচে জেতার বিকল্প নেই বাংলাদেশের। গোলের স্বস্তি নিয়ে শুরুটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর