thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

ইরান-আইএইএ পরমাণু রোডম্যাপে সম্মত

২০১৩ নভেম্বর ১১ ১৮:৩৯:০১
ইরান-আইএইএ পরমাণু রোডম্যাপে সম্মত

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরানের পরমাণু প্রকল্পের প্রধান আলি আকবর সালেহি বলেছেন, পরমাণু প্রকল্পের ক্ষেত্রে আরো সহযোগিতার জন্য একটি রোডম্যাপ প্রনয়ণে সম্মত হয়েছে ইরান ও আইএইএ (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা)। খবর প্রেসটিভির।

ইরানের তেহরানে সোমবার আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও আলি আকবর সালেহি এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ব্যাপারে উভয়পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে বলেও সম্মেলনে জানানো হয়েছে।

সালেহি বলেন, ‘চলমান ইস্যুতে দ্বি-পক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে একটি রোডম্যাপের রূপরেখা প্রনয়ণ করা হয়েছে।’

আইএইএ প্রধান জানান, ‘একটি ফ্রেমওয়ার্কের মধ্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে আইএইএ ও তেহরান। এ চুক্তিতে আরো ছয়টি বিষয় যুক্ত করা হয়েছে।’

সালেহি জানান, আইএইএ’র দলকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে দেওয়া হবে।

দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের গোচিনের পরমাণু প্রকল্পটি তাদের পর্যবেক্ষণ করার অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন সালেহি।

ইরান আইএইএ’র নীতিমালা মেনেই শান্তিপূর্ণভাবে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন সালেহি।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করতে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো সোমবারই ইরানে পৌঁছান।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর