thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

 কন্যা সন্তানের মা হলেন শখ

২০২১ অক্টোবর ১৪ ১৯:৩৪:১১
 কন্যা সন্তানের মা হলেন শখ

দ্য ‍রিপোর্ট ডেস্ক: কন্যাসন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ২৩ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ।

গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন। তিনি জানান, বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছে। কন্যাসন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে গেল সেপ্টেম্বর মাসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শখের দবেবি শাওয়ারদ অনুষ্ঠান হয়। যেখানে মাতৃত্বকালীন ছাপ দেখা গেল তার মধ্যে। তার শারীরিক গঠনেও বেশ পরিবর্তন লক্ষ করা গেছে। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছিলেন শখ। পাশাপাশি তার অনাগত সন্তানের জন্য শুভেচ্ছায় ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া।

অভিনেত্রী, মডেল শখ ২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে।

বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর