thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

যেভাবে মূলপর্বে যেতে পারে বাংলাদেশ!

২০২১ অক্টোবর ২০ ১৩:৪৫:২২
যেভাবে মূলপর্বে যেতে পারে বাংলাদেশ!

দ্য ‍রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপের টি২০ বাছাইপর্বে টিকে থাকতে বাঁচা মরার লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার ওমানকে ২৬ রান হারিয়েছে টাইগাররা। ১৫৪ রান লক্ষ্য খেলতে নেমে ২০ ওভার ৯ উইকেট হারিয়ে ওমান সংগ্রহ করে ১২৭ রান। আর ওমানকে হারানোর কারণেই বিশকাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

বাংলাদেশ শেষ ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। অন্যদিকে স্কটল্যান্ড ও ওমান মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। সুপার টুয়েলভে খেলতে হলে বাংলাদেশকে পাপুয়া নিউ গিনিকে হারাতেই হবে। তবে জিতেলই বাংলাদেশের পরবর্তী পর্ব নিশ্চিত হবে না।

এদিকে স্কটল্যান্ড যদি ওমানের কাছে হেরে যায়, তখন তিন দলেরই পয়েন্ট হবে ৪। তখন কোন দুই দল সুপার টুয়েলভে যাবে, সেটা নির্ধারণ করতে হবে নেট রানরেট বিবেচনায়। তাই ম্যাচ জিতলে বড় ব্যবধানে জেতার দিকেও নজর দিতে হবে বাংলাদেশকে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর