thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রধানমন্ত্রীকে পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জাফরুল্লাহর

২০২১ অক্টোবর ২১ ১১:০৮:২৪
প্রধানমন্ত্রীকে পীরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহ্বান জাফরুল্লাহর

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, আজকে যদি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসেন তাহলে অন্য জায়গায় এমন ঘটনা ঘটবে না।

১৫ আগস্ট উনি (প্রধানমন্ত্রী) যে রকম কান্না করেছেন, আমার মনে হয় এ দুঃখ দেখে উনি সমপরিমাণ কান্না করবেন।

বুধবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকা পরিদর্শন শেষে জাফরুল্লাহ বলেন, আমি আবেদন করছি মাননীয় প্রধানমন্ত্রী, এতোদিন আপনার সিনিয়র মন্ত্রীরা যারা শুধু বক্তৃতা দিয়েছে কিন্তু এখানে আসেনি তাদের শাস্তি দেন। তাদেরকে বিদায় করেন। আর আপনি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এদের বাড়িতে এসে ঘুরে যান।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক মাসের খাবার বিতরণের ঘোষণা দেন জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এখানে যাদের চোখের সমস্যা রয়েছে তাদের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করা হবে। যারা অসুস্থ তাদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে। আমাদের হাসপাতালে সব ধরনের সুবিধা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর