thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

শুটিং সেটে বল্ডউইনের গুলিতে চিত্রগ্রাহক নিহত

২০২১ অক্টোবর ২২ ১৮:২৪:০২
শুটিং সেটে বল্ডউইনের গুলিতে চিত্রগ্রাহক নিহত

দ্য ‍রিপোর্ট ডেস্ক: হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিউ মেক্সিকোতে হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল। প্রধান নায়ক হিসেবে শুটিং করছিলেন তারকা অভিনেতা অ্যালেক বল্ডউইন। সব কিছু পরিকল্পনা মাফিক চলছিল। এমন সময় ঘটল বিপত্তি। অ্যালেক বল্ডউইনের হাতে প্রপ গান থেকে ছোড়া গুলি গিয়ে লাগে সিনেমার প্রধান চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের শরীরে। এ ছাড়া গুরুতর আহত হন সিনেমার পরিচালক জোয়েল সৌজা।

পরবর্তী সময়ে ৪৮ বছর বয়সী হ্যালাইনা হাটচিনসকে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, সিনেমার পরিচালক বর্তমানে আইসিইউতে রয়েছেন।

আকস্মিক এ দুর্ঘটনার জেরে সিনেমার শুটিং বর্তমানে বন্ধ রয়েছে। সান্টা ফে কাউন্টির শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো কারো নামে অভিযোগ দায়ের হয়নি। অস্ত্র দেখভালের দায়িত্ব কাদের দেওয়া হয়েছিল সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিনেমার শুটিংয়ের সময় যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো ‘প্রপ গান’ নামে পরিচিত। সাধারণত এসব ক্ষেত্রে নকল বন্দুক ব্যবহৃত হয়। আসল বন্দুক ব্যবহার হলেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর