thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেশ তোমাদের জন্য গর্বিত: বাবরদের উদ্দেশ্যে ইমরান

২০২১ অক্টোবর ২৫ ১১:২২:৪৭
দেশ তোমাদের জন্য গর্বিত: বাবরদের উদ্দেশ্যে ইমরান

দ্য ‍রিপোর্ট ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোয় বাবর আজমদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। ভারতকে ১০ উইকেটের ব্যবধানে উড়িয়ে দেয়ার পরপর এক টুইট বার্তায় ইমরান খান গোটা দলকেই দিয়েছেন শুভেচ্ছাবার্তা।

গতকাল দুবাইতে ব্যাটে-বলে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারতীয়রা। এমন দাপট দেখিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয়ায় যারপরনাই খুশি ইমরান নিজের টুইট বার্তায় লেখেন, ‘পুরো পাকিস্তান দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

ভারত বধের আরও দুই নায়ক মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির নামও বিশেষভাবে উল্লেখ করে ইমরান খান তার টুইটে আরও লেখেন, ‘দেশ তোমাদের জন্য গর্বিত!’

ইমরান অবশ্য ম্যাচ শুরুর আগেই দেখছিলেন পাকিস্তানের জয়। ভারতকে তার দল হারাবে এমনট প্রত্যাশা রেখেছিলেন তিনি। শনিবার পাকিস্তান ক্রিকেট দলকে অনুপ্রেরণা দিতে ইমরান বলেছিলেন, ‘ভারতকে হারানোর মতো প্রতিভা রয়েছে পাকিস্তানের এই দলের। ইনশা আল্লাহ, ভারতকে অবশ্যই হারাবে পাকিস্তান।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর