thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রশিদ-মুজিবের বোলিংয়ে স্কটিশদের বিপক্ষে বিশাল জয় আফগানদের

২০২১ অক্টোবর ২৬ ১০:৩৫:২৬
রশিদ-মুজিবের বোলিংয়ে স্কটিশদের বিপক্ষে বিশাল জয় আফগানদের

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের ১৯০ রানের জবাবে ১০.২ ওভারে মাত্র ৬০ রানে শেষ হয়েছে স্কটল্যান্ডের ইনিংস। আফগানিস্তানের হয়ে ২৮ রানের মাথায় স্কটিশ শিবিরে আঘাত হানেন মুজিব উর রহমান। ৭ বলে ১০ রান করে ফিরে যান দলপতি কাইলে কোয়েৎজার। ৪ ওভারে ৫ উইকেট নিতে মুজিব খরচ করেছেন মাত্র ২০ রান।

মুজিব এর পর একে একে ক্যালোম ম্যাকলেড, রিচি বেরিংটন, ম্যাথিউ ক্রুস ও জর্জ মুনসিকেও সাজঘরে ফিরিয়েছেন। তার সর্বশেষ শিকার মার্ক ওয়াট। এদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন মুনসি। ১৮ বলে আউট হওয়ার আগে ২৫ রান করেন তিনি। মাঝে ম্যাথিউ ক্রুসের উইকেট নেন নাভীন উল হোক। শেষ দিকে রশিদ খান পরপর তিনবার আঘাত হানেন স্কটিশ শিবিরে। ক্রিস গ্রায়েভসকে ১২ রানে, জস ডাভিকে ৪ রানে ও ব্রাডলি হোয়েলকে শূন্য রানে শিকারে পরিণত করেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে মোহাম্মদ নবি বাহিনী। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন আফগানিস্তানের দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে অর্ধশতক রান পাড় করেন এ দুজন। এ সময় ব্যক্তিগত ২২ রানে সাফিয়ান শরিফের বলে সীমানার কাছে ক্রিস গ্রায়েভসের হাতে ধরা পরেন তিনি। দলীয় রান যখন ৮২ তখন বিদায় নেন অন্য ওপেনার জাজাইও। ফেরার আগে ৩০ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪৪ রান করেন জাজাই। এর আগে ওয়ার্মআপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তারা।

জাজাই-শেহজাদ আউট হলেও রানের চাকা সচল থাকে আফগানিস্তানের। দুই ওপেনার আউট হয়ে গেলে ৮৭ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরান মিলে। গুরবাজ ৩৭ বলে করেন ৪৬ রান। নাজিবুল্লাহ শুরুতে ধীর গতির ইনিংস খেলতে থাকলেও শেষ দিকে পুষিয়ে নেন। ৩০ বলে অর্ধশতক হাঁকানোর পর শেষ পর্যন্ত ৩৪ বলে স্কোর বোর্ডে ৫৯ রান যোগ করেন। স্কটল্যান্ডের হয়ে ৪ ওভারে ৩৩ রান খরচায় দুই উইকেট নেন সাফিয়ান শরিফ। একটি করে উইকেট পান জস ডাভি ও মার্ক ওয়াট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর