thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ব্যবসায়ী দুলাল শেখ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০২১ অক্টোবর ২৬ ১৭:৩২:৪৩
ব্যবসায়ী দুলাল শেখ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন। আদালতের এপিপি শহিদুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের ফক্কার শেখ, মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের সুমন সাহা, একই গ্রামের কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের আল আমিন মোল্লা। আসামিরা সবাই পলাতক।

২০১২ সালের ২ জুন রাতে দুলাল শেখকে কুপিয়ে হত্যার পর কুমার নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে সেদিনই মুকসুদপুর থানায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম মামলা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৬ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর